ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে বৃহত্তর ফটিকছড়ি সমিতি’র দ্বি-বার্ষিক সম্মেলন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২৬ মে ২০১৮ | আপডেট: ২০:১২, ২৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

কাতারে বসবাসরত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাতার প্রবাসীদের কল্যাণে গঠিত বৃহত্তর ফটিকছড়ি সমিতি`র দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দোহার নাজমা রমনা রেস্তোরাঁয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।   

জিয়া উদ্দিন জিয়াকে সভাপতি মো. আসরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও ইসমাইল মনছুরকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক মাওলানা তোহা সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান।    

প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা তারেক বাবুল।

এতে বক্তব্য রাখেন কাজী হাসান বিল্লাহ, মো. জসিম উদ্দিন, কাজী ফোরকান রেজা, নাজমুল হক চৌধুরী, বাবুল মেম্বার, মহিউদ্দিন আহমেদ,আব্দুস সবুর, সওকত হোসেন টিপু প্রমুখ।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি